কুমিল্লার লালমাই উপজেলার আশকামতায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তানজিনা আক্তার (২৭) নামে এক নারী।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বামীর বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লালমাই থানা পুলিশ।
নিহত তানজিনা উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী ও জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই।
নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে তানজিনা কিছু জরুরি কেনাকাটার জন্য স্বামী ও শাশুড়ির অনুমতি না নিয়ে স্থানীয় বাগমারা বাজারে যান। বাজার থেকে বাড়িতে ফিরে আসলে ফোনে (ইমুতে) এর কারণ জানতে চান প্রবাসী স্বামী। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে আত্মহত্যা করেন।
এই বিষয়ে লালমাই থানায় অফিসার ইনচার্জ শাহ আলম কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের পরে আত্মহত্যা নাকি খুন রিপোর্ট আসলে ঠিক তথ্য নিশ্চিত করা যাবে।
এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
কেকে/এআর