জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা আদায় করায় ৩ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাবি প্রশাসন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল টিমের পরিদর্শনের সময় মূল্যের অসঙ্গতি প্রমাণিত হলে জরিমানা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম।
স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাকদের সুবিধার জন্য বিভিন্ন বিধিমালাসহ খাবারের দোকানগুলোতে মূল্য নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযানে নামে প্রক্টরিয়াল টিম।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন 'মামা-ভাগ্নে' হোটেলে অভিযান চালালে সেখানে ১২০ টাকার গরুর মাংস ১৫০, ৮০ টাকার রুই মাছ ২০০ টাকা আদায়সহ বেশ কয়েকটি খাবারের অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে দোকানিকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা জরিমানা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম।
অন্যদিকে, দুপুর ২টা নাগাদ কনজিওমার ইয়ুথ বাংলাদেশ (CYB) কর্তৃক বটতলার দোকানগুলোতে অভিযান চালালে সেখানেও দাম বেশি নেওয়ার একই ঘটানার নজির পাওয়া যায়। ১০০ টাকার টার্কি মুরগি ও হাসের মাংসের দাম রাখা হয়েছে ২০০ টাকা করে। এ ছাড়াও এক ভর্তিচ্ছুর ৩৭০ টাকার বিল রাখা হয়েছে ৭২০ টাকা। পরে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার মুচলেকা দিলেও আবার পরবর্তীতে দাম বেশি রাখার অভিযোগের সত্যতা পেলে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ‘বাংলার স্বাদ’ এবনভ 'নূরজাহান রেস্টুরেন্ট' নামের দুটি দোকানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করে প্রক্টরিয়াল টিম।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম দোকানগুলোকে সতর্ক করে বলেন, আমরা কয়েকদিন আগেই ভর্তি পরীক্ষা কেন্দ্রিক বিধমালা এবং সিদ্ধান্ত প্রণয়ন করেছি। এবং দোকানগুলোকে অতিরিক্ত মূল্য আদায়ের ব্যাপারে জোর সতর্ক করেছি। এর পরেও এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রাথমিক আর্থিক জরিমানা করেছি। এর পরেও যদি এমন অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের পুনরাবৃত্তি ঘটে তাহলে দোকানের বরাদ্দ বাতিল করা হবে।
কনজিওমার ইয়ুথ বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক হুসনি মুবারক বলেন, আমরা consumer youth Bangladesh (CYB)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে তাদের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করেছি। আমরা প্রক্টরিয়াল টিমের মাধ্যমে বেশ কয়েকটি দোকানকে জরিমানা ও সতর্ক করেছি। সি ওয়াই বির এই ধরনের অভিযান ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিনিয়ত চালু থাকবে।
সি ওয়াই বি ভর্তি পরীক্ষার্থীদের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণের সর্বদা বদ্ধপরিকর। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
কেকে/এএস