রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
প্রিয় ক্যাম্পাস
জাবিতে খাবারের অতিরিক্ত মূল্য আদায় ৩ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরিয়ার আলম, জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৩ এএম  (ভিজিটর : ৫৭)
দোকানে অভিযান পরিচালনা করছে জাবি প্রশাসন। ছবি: খোলা কাগজ

দোকানে অভিযান পরিচালনা করছে জাবি প্রশাসন। ছবি: খোলা কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা আদায় করায় ৩ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাবি প্রশাসন

রবিবার (৯ ফেব্রুয়ারি) অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল টিমের পরিদর্শনের সময় মূল্যের অসঙ্গতি প্রমাণিত হলে জরিমানা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম।

স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাকদের সুবিধার জন্য বিভিন্ন বিধিমালাসহ খাবারের দোকানগুলোতে মূল্য নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযানে নামে প্রক্টরিয়াল টিম। 

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন 'মামা-ভাগ্নে' হোটেলে অভিযান চালালে সেখানে ১২০ টাকার গরুর মাংস ১৫০, ৮০ টাকার রুই মাছ ২০০ টাকা আদায়সহ বেশ কয়েকটি খাবারের অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে দোকানিকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা জরিমানা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম।

অন্যদিকে, দুপুর ২টা নাগাদ কনজিওমার ইয়ুথ বাংলাদেশ (CYB) কর্তৃক বটতলার দোকানগুলোতে অভিযান চালালে সেখানেও দাম বেশি নেওয়ার একই ঘটানার নজির পাওয়া যায়। ১০০ টাকার টার্কি মুরগি ও হাসের মাংসের দাম রাখা হয়েছে ২০০ টাকা করে। এ ছাড়াও এক ভর্তিচ্ছুর ৩৭০ টাকার বিল রাখা হয়েছে ৭২০ টাকা। পরে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার মুচলেকা দিলেও আবার পরবর্তীতে দাম বেশি রাখার অভিযোগের সত্যতা পেলে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ‘বাংলার স্বাদ’ এবনভ 'নূরজাহান রেস্টুরেন্ট' নামের দুটি দোকানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করে প্রক্টরিয়াল টিম।

এ সময় প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম দোকানগুলোকে সতর্ক করে বলেন, আমরা কয়েকদিন আগেই ভর্তি পরীক্ষা কেন্দ্রিক বিধমালা এবং সিদ্ধান্ত প্রণয়ন করেছি। এবং দোকানগুলোকে অতিরিক্ত মূল্য আদায়ের ব্যাপারে জোর সতর্ক করেছি। এর পরেও এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রাথমিক আর্থিক জরিমানা করেছি। এর পরেও যদি এমন অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের পুনরাবৃত্তি ঘটে তাহলে দোকানের বরাদ্দ বাতিল করা হবে।

কনজিওমার ইয়ুথ বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক হুসনি মুবারক বলেন, আমরা consumer youth Bangladesh (CYB)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে তাদের পূর্ব নির্ধারিত  পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করেছি।  আমরা প্রক্টরিয়াল টিমের মাধ্যমে বেশ কয়েকটি দোকানকে জরিমানা ও সতর্ক করেছি। সি ওয়াই বির এই ধরনের অভিযান ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিনিয়ত চালু থাকবে।

সি ওয়াই বি ভর্তি  পরীক্ষার্থীদের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণের সর্বদা বদ্ধপরিকর। উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

কেকে/এএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক শহিদ আবু সাঈদ: মাহমুদুর রহমান
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝