পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৪৫ লাখ অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, ও রাঙ্গাবালী থানার সহযোগিতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে "বিশেষ কম্বিং অপারেশন-২০২৫" এর ৩য় ধাপের ১ম দিনে এই জাল জব্দ করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। পরে এসব জাল রবিবার রাতে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা জনাব এসএম শাহাদাত হোসেন রাজু, অফিস সহকারী জনাব মো. নেছার উদ্দিন। এবং ইমরান মাহমুদ এবং অত্র দপ্তরের অন্যান্য সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস