আগামী জাতীয় সংসদ (ত্রয়োদশ) নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে জেলা জামায়াতের ফেসবুক আইডি থেকে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে তাদের চারজন মনোনীত প্রার্থীর নাম, ছবিসহ পোস্ট করে এই তথ্য জানানো হয়।
তারা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলার আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মো. জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলার আমির ও কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন।
জেলা জামায়াতের আমির আবুল হাশেম মুঠোফোনে বলেন, আমরা প্রাথমিকভাবে চারজনকে মনোনীত করেছি, যাতে আগে থেকে আমাদের প্রচার-প্রচারণায় সুবিধা হয়। তিনি বলেন, আমাদের নায়েবে আমির বলেছেন, যদি প্রয়োজন মনে করা হয় প্রার্থী পরিবর্তন হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে থেকে নাম ঘোষণা করা হয়েছে যাতে নির্বাচনের মাঠ গোছানো সহজ হয়।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিগত দিনে যত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেগুলো কোনো দলের অধীনে হওয়ার থেকে অনেকটা স্বচ্ছ হয়েছে, তাই আমরা আশা করব এবারের নির্বাচনটাও স্বচ্ছ হবে, তাই আমরা আগে নির্বাচনের মাঠ গোছানোর কাজ শুরু করেছি।
কেকে/এএম