চেহারা ও ছবি মিলিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘মৌলভীবাজার পর্দানশীন নারী অধিকার পরিষদ’ আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক পর্দানশীন নারী ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক আহমদ মরিয়ম বেগম লিখিত বক্তব্যে জানান, বিগত ১৬ বছর ধরে পর্দানশীন নারীদের মুখচ্ছবি না তোলার অজুহাতে নাগরিকত্ব থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের দুই দফা দাবি হলো:
১. ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি প্রদান করতে হবে।
২. ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করতে হবে।
মানববন্ধনে আহমদ রহিমা বেগম, আহমদ আছিয়া বেগম ও আহমদ শাহানা আক্তার বক্তব্য দেন।
পরে আহমদ নিশা মীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন অফিসে স্মারকলিপি জমা দেন।
কেকে/এএম