রংপুরের কাউনিয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গ্রামের মনতাজ আলীর ছেলে সবুজ মিয়া মদপ্য অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর সাথে ঝগড়া করেন। এতে স্ত্রী মন খারাপ করে তার কন্যা সন্তানকে নিয়ে অন্য ঘরে ঘুমালে রোববার গভীর রাতে সবুজ মিয়া তার শয়ন ঘরের ধর্নার (তীর) সাথে গলায় রসি ঝুলিয়ে আত্মহত্যা করেন। তিনি ২ ছেলে ১ কন্যা সন্তানের জনক।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবুজ মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
কেকে/এএম