প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৭ পিএম (ভিজিটর : ১২৯)
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় একমাত্র প্রাচীন খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তারাবো পৌর বাজারের সরকারি মাঠে এই কর্মসূচি পালিত হয়।
মাঠ রক্ষা ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক প্রধান, সাবেক তারাবো পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী শামীম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক আসিফ ইকবাল, জনি ভূঁইয়া ও শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
ছবি: খোলা কাগজ
বক্তারা জানান, তারাবো পৌরসভায় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ হাজার বাসিন্দার জন্য একমাত্র খেলার মাঠটি ছিল ঢাকাইয়া মসলিন প্রকল্পের পাশে অবস্থিত ৮ বিঘা সরকারি জমিতে। কিন্তু ‘জুটো ফাইবার’ নামে একটি অলাভজনক সরকারি প্রতিষ্ঠান নির্মাণের জন্য ইতোমধ্যে বালি ফেলে মাঠটি ভরাট করা হয়েছে।
বক্তারা বলেন, এই মাঠ হারানোর ফলে স্থানীয় ৩০টি স্কুল, মাদরাসা, হেফজখানা এবং কলেজের কোমলমতি শিক্ষার্থীরা খেলার সুযোগ হারাবে। অথচ ঢাকাইয়া মসলিন প্রকল্পের অধীনে থাকা বিশাল এলাকা অলস পড়ে আছে। সরকার চাইলে সেই জায়গাতেই নতুন প্রকল্প নির্মাণ করতে পারে।
স্থানীয়রা দাবি করেন, মাঠটি শুধু খেলার জন্য নয়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও ব্যবহৃত হয়ে আসছিল। এই মাঠ হারানো এলাকাবাসীর জীবনে বড় প্রভাব ফেলবে বলে তাদের আশঙ্কা।