সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা মোড় এবং সুইজগ্রেটের পশ্চিমে চার রাস্তা মোড়ে যানজট নিরসনে গ্রাম পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সলঙ্গা থানা এলাকার সবচেয়ে বড় সাপ্তাহিক হাট বসে। হাটের দিন বাজারে আসা সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সলঙ্গা থানা পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করেছে। সকাল থেকেই গ্রাম পুলিশদের যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।
সলঙ্গা থানার নতুন ওসি মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর দৈনিক খোলা কাগজের উল্লাপাড়া প্রতিনিধি মতিন সরকার এবং মোহনা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানা সলঙ্গা বাজারে যানজট সমস্যা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন। সমস্যাটি তুলে ধরার পর ওসি যানজট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ওসি মনিরুজ্জামান বলেন, সলঙ্গা বাজারের রাস্তায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা এবং অন্যান্য যানবাহনের কারণে প্রায়ই জট লেগে থাকে। এছাড়া অটোরিকশা চালকরা নিয়ম না মেনে রাস্তার মাঝে গাড়ি পার্ক করায় দুর্ভোগ সৃষ্টি হয়।
বাজার কমিটি এবং গ্রাম পুলিশের সঙ্গে আলোচনা করে প্রতি সোমবার ৪ জন গ্রাম পুলিশ যানজট নিরসনে মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এ ব্যবস্থা চালু থাকলে যানজট থেকে মুক্তি পাব এবং বাজার শেষে দ্রুত বাড়ি ফিরতে পারব।
কেকে/এএম