প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম (ভিজিটর : ২৯৭)
ছবি : প্রতিনিধি
উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জের ছাতকের বড়গোল প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে বড়গোল প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
খেলার শুরুতে টস জিতে নছির আলী ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তাতিকোনা ক্রিকেট ক্লাবের অধিনায়ক সোহাগ। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেটে ২১২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করে নছির আলী ক্রিকেট ক্লাব। ব্যাটার নিয়ন করেন সর্বোচ্চ ৫৬ রান। জবাবে ৩ উইকেট হাতে রেখে ২১৩ রানে জয় তুলে নেয় তাতিকোনা ক্রিকেট ক্লাব। ফলে ৩ উইকেটে জয়লাভের মধ্য দিয়ে বড়গোল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাতিকোনা ক্রিকেট ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রনি। প্লেয়ার অব দ্য ম্যাচ ও সর্বচ্চো ছক্কা হাঁকিয়েছেন গুল্ডি।