ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় সোহেল রানা (৩৩) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুর রহমান জানান, সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলের বাড়ি তল্লাশি করা হয়। বিছানার নিচে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পরে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সোহেল রানা পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করতেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত সোহেলের স্ত্রী স্নেহা অভিযোগ করে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করছেন। কিছুদিন ধরে স্থানীয় কিছু যুবক চাঁদা দাবি করছিল। তিনি তা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
তিনি আরো বলেন, কোনো ব্যক্তি অবৈধ অস্ত্র নিজ শোবার ঘরের জানালার পাশে বিছানার নিচে রাখবেন না। এটি সম্পূর্ণ সাজানো ঘটনা।
কেকে/এএম