মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা কলেজের বর্তমান নামের পরিবর্তে এলাকাভিত্তিক ‘মতিগঞ্জ কলেজ’ নামকরণের দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও কলেজ ক্যাম্পাসে স্মারকলিপি প্রদান করে তাদের দাবির বিষয়টি জানায়।
শিক্ষার্থীদের দাবি, কলেজটির বর্তমান নাম একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির নামে, যার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। তারা মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হওয়া উচিত নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য। তাই এলাকার নামানুসারে কলেজের নাম ‘মতিগঞ্জ কলেজ’ করার পক্ষে তারা মত প্রকাশ করে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, একজন ফ্যাসিবাদী রাজনীতিবিদের নামে কলেজের নাম থাকায় শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করছে এবং এটি পরিবর্তন করা জরুরি।
এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অনেক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নিরপেক্ষ হওয়া উচিত এবং বিতর্কিত নাম পরিবর্তন করা সময়ের দাবি।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক দৈনিক খোলা কাগজকে জানান, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজে এসে স্মারকলিপি দিয়েছেন। কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন দৈনিক খোলা কাগজকে জানান, আমরা এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। এ বিষয়ে আগামী বুধবার ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। ওই মিটিংয়ে কলেজের নাম পরিবর্তনের দাবির বিষয়টি উত্থাপন করা হবে এবং সভায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কেকে/ এমএস