সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার, বা ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। । সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, সাময়িক হিসাব অনুযায়ী টাকার অঙ্কও কমেছে। কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। কয়েক বছর ধরে কমছে মাথাপিছু আয়। ২০২১-২২ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, ২০২১-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার।
মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি
প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে
মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।
কেকে/এজে