আগামী ১১ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে দেশী বিদেশী সকল পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের রোয়াংছড়ির উপজেলার অন্যতম পর্যটনস্পট দেবতাখুম।
১০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ১৬ জানুয়ারি সভার সিদ্ধান্ত ও উপজেলা নির্বাহী অফিসার রোয়াংছড়ি এর গত ৪ফেব্রুয়ারি তারিখের এক পত্রের আলোকে বিষয়টি বিবেচনাপূর্বক আগামী ১১ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে দেবতাখুম পর্যটনকেন্দ্র সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আর রিনি জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে, আর তার কারণে জেলার রোয়াংছড়ি,রুমা ও থানচি উপজেলা নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় শুধুমাত্র রোয়াংছড়ি উপজেলার দেবতাখুমে ১১ফেব্রুয়ারি থেকে সকল পর্যটক ভ্রমন করতে পারবে।
প্রসঙ্গত, ২০২২সালের সেপ্টেম্বর মাসের দিকে জেলার দুর্গম এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যায় আর সন্ত্রাসীদের আটক করতে যৌথবাহিনীর অভিযান শুরু হয় , আর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েক দফা জেলার থানচি,রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশী বিদেশী সকল পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন আর যার কারণে এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে জেলার রুমা ও থানচি উপজেলায় ।
কেকে/ এমএস