শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫,
৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস       হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের      কর্মবিরতি স্থগিত, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল      জামায়াত আমিরের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা      অনিশ্চিয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল       দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার      হৃদয়ের বীরত্বগাথা সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ      
গ্রামবাংলা
খাগড়াছ‌ড়ি‌তে মাদ্রাসায় আগুন, এতিমখানা পুড়ে ছাই
মো. এনামুল হক,খাগড়াছড়ি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১০ এএম  (ভিজিটর : ৫৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন ও এতিমখানায় অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমখানায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, আসরের নামাজের সময়ে এতিমখানার শিক্ষার্থীরা মাদ্রাসার পাশেই একটি মসজিদে নামাজ পড়তেছিল। মাদ্রাসার থাকার কক্ষ থেকে আগুন লেগে গিয়ে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়ে এতিমখানার সকল আসবাবপত্র মাদ্রাসার ২০০ ফুট দৈর্ঘের ইউ আকৃতির ৫টি শ্রেনিকক্ষসহ ভবন টি ভস্মীভূত হয়ে যায়। 

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল কৌশিক জাহান পিএসসিজি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এতিমদের প্রতি সমবেদনা জানান। 

একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারীসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে জানিয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমখানার তত্তাবধায়ক আবুল কাশেম বলেন, তিনি তখন আসরের নামাজ পড়ছিলেন, মসজিদ থেকে বের হয়েই দেখেন সব পুড়ে গেছে। কোনকিছু ই বের করতে পারেন নি। গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সব পুড়ে গেছে। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ইতিমধ্যে তাদের অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থাসহ অগ্নিকান্ডে এতিমদের পুড়ে যাওয়া জামা কাপড়  কিনে দেয়া হয়েছে। শীঘ্রই পুড়ে যাওয়া ভবনটি নির্মাণ করা হবে। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  খাগড়াছ‌ড়ি‌   মাদ্রাসায় আগুন   এতিমখানা পুড়ে ছাই  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪
শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের

সর্বাধিক পঠিত

দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
অযত্ন অবহেলায় রৌমারীর প্রথম শহিদ মিনার
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
মোরেলগঞ্জে হাসপাতালের হিসাব রক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
কাপাসিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝