জাকের পাটির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সুফি খাজাবাবা ফরিদপুরী (র.) ছাহেব স্মরণে ৪ দিনব্যাপী বিশ্ব ইসলামি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী এ বিশ্ব ইসলামি সন্মেলন আজ মঙ্গলবার রওযা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
এ উপলক্ষে দূর দূরান্ত থেকে লাখো লাখো আশেকান জাকেরান ও ভক্ত মুরিদদের সম্মেলন ঘটে। আগতদের অবস্থানের জন্য করে তোলা হয়েছে অগণিত সামিয়ানা ও প্যান্ডেল।
বিশ্ব ইসলামী সম্মেলনে ফরজ সুন্নত ও নফল এবাদতের পাশাপাশি ওয়াজ-নসিহত, জিকির-আজগর, মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার আসর নামাজের পরে বিশ্ব ইসলামি সন্মেলনে বক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
কেকে/এআর