কাজ করি ক্ষণ কাটে,
কখন কাঁদে কেউ কপাটে।
কল্পনা করে কণ্ঠ কাঁপে,
কঠিন কথা কানে কানে।
কলম কষে কাগজ কাঁদে,
কাব্য করে কবি কাঁদে।
কৃষ্ণ কালো কুয়াশা কাটে,
কাটে কষ্ট, কণিকার কন্ঠে।
কিছু কথা কবিতায় কহি,
কাব্যের কাল কল্পনায় করি।
কোন কালে কলি করল কাঁদা,
কেন কুসুম কাঁটে, কহিলনা কথা ।
কল্পিত কাহিনী কানায় কানায়,
কথার কুটির কোন কোনায়।
কেমন করে করি কল্যাণ,
কেবল কাজ করে কর্মপ্রাণ।
লেখক -
মো: সাদ্দাম হোসেইন
প্রভাষক, জীববিজ্ঞান
চরকালেখান আদর্শ কলেজ, মুলাদি, বরিশাল।
০১৭২৯-৬৫৭৭৪৮
পরিচালক
দিনাজপুর আইটি
লেখক ও প্রকাশক -
নিজেই শিখুন কম্পিউটার অফিস আপ্লিকেশন