ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। লাভলু ওই ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লাভলু চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর