ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। এই মাসজুড়ে ভালোবাসা উদযাপনের জন্য রয়েছে বিভিন্ন বিশেষ দিবস। আজ ১১ ফেব্রুয়ারি, প্রমিস ডে, যা প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন।
ভ্যালেন্টাইনস উইকের শুরু হয় ৭ ফেব্রুয়ারির রোজ ডে দিয়ে, এরপর আসে প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, আর তার পরেই আসে প্রমিস ডে।
প্রতিশ্রুতি সম্পর্কের মূলভিত্তি
যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। প্রতিশ্রুতি রক্ষা করার মধ্য দিয়েই বিশ্বাস দৃঢ় হয়। প্রিয়জনের সঙ্গে সুস্থ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি মেনে চলা অত্যন্ত জরুরি।
এদিনটি মূলত ভালোবাসার সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য পালিত হয়। সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করতে এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার করার জন্য এই দিবসের গুরুত্ব অপরিসীম।
কীভাবে উদযাপন করবেন প্রমিস ডে?
যদি কোনো অভ্যাস বা আচরণ প্রিয়জন অপছন্দ করে, তবে আজকের দিনে সেই অভ্যাস বদলানোর প্রতিশ্রুতি দিতে পারেন। মনের সব সন্দেহ দূর করে সম্পর্কের প্রতি আস্থা বজায় রাখার সংকল্প করুন।
শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই নয়, এই দিনটি মা-বাবা, ভাই-বোন বা কাছের বন্ধুদের প্রতিও ভালোবাসা ও প্রতিশ্রুতি প্রকাশের জন্য উপযুক্ত। নিজের প্রতিও প্রতিজ্ঞাবদ্ধ হোন—সাফল্য অর্জন, নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা বা কোনো খারাপ অভ্যাস ত্যাগ করার সংকল্প নিতে পারেন।
ভ্যালেন্টাইনস উইকের দিনগুলোর অর্থ
৭ ফেব্রুয়ারি: রোজ ডে – লাল গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশের দিন।
৮ ফেব্রুয়ারি: প্রোপোজ ডে – প্রেমের প্রস্তাব দেওয়ার দিন।
৯ ফেব্রুয়ারি: চকলেট ডে – প্রিয়জনকে চকলেট উপহার দেওয়ার দিন।
১০ ফেব্রুয়ারি: টেডি ডে – টেডি বিয়ার উপহার দিয়ে স্নেহ প্রকাশের দিন।
১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে – ভালোবাসার সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ার দিন।
১২ ফেব্রুয়ারি: হাগ ডে – আলিঙ্গনের মাধ্যমে উষ্ণতা অনুভবের দিন।
১৩ ফেব্রুয়ারি: কিস ডে – চুম্বনের মাধ্যমে ভালোবাসার অনুভূতি প্রকাশের দিন।
১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে – ভালোবাসা উদযাপনের দিন।
ভালোবাসার এই বিশেষ দিনগুলো উদযাপন করুন আন্তরিকতার সঙ্গে, প্রতিশ্রুতি দিন এবং তা মেনে চলুন, যাতে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়।
কেকে/এআর