শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ২ টার দিকে উপজেলার গৌবিন্দনগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম কাউসার (৬)। সে ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গৌবিন্দনগর গ্রামে নিজ বাড়ির পাশেই কাচাঁ রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো শিশুটি। হঠাৎ মাটি ভর্তি ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ঘটনাটি টের পেয়ে ট্রাক নিয়ে চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস