নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপির সদস্যদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউপি চেয়ারম্যানের গুন্ডা বাহিনী দিয়ে তদন্ত কর্মকর্তার সামনে ২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্যকে লাঞ্চিত, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও বিচারের দাবী করা হয়। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য স্বপন রানা, খলিলুর রহমান ডাবলু, ইয়াহিয়া প্রমুখ।
এর আগে নয়জন ইউপি সদস্য ও দুইজন মহিলা সদস্য ঐ চেয়ারম্যানের প্রতি অনাস্থা আনায়ন করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
ইউপি সদস্যরা বক্তব্যে বলেন, আমাদের ইউপি সদস্যের লাঞ্চিত করার বিচারসহ অনিয়ম ও দুর্নীতির বিচার চাই। চেয়ারম্যানের অপসারণের দাবী তুলে তারা আরো বলেন, চেয়ারম্যান তার নিজের মত করে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের পদধারী কিছু ইউপি সদস্য আমার বিরুদ্ধে ঘড়যন্ত্র করছে। যাতে তারা বিশৃংখলা সৃষ্টি করতে পারে। তাদের অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আর লাঞ্চিতের ঘটনাটি তাদের সাজানো ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক বলেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। দোষী সাবাস্ত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কেকে/ এমএস