শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
গ্রামবাংলা
তারুণ্যের উৎসবে ইউএনও’র ব্যতিক্রমি উদ্যোগ
আক্কেলপুরে ৫০০ অসহায় ছিন্নমূল মানুষকে পিঠা খাওয়ালেন ইউএনও
সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট)
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৯ পিএম  (ভিজিটর : ৭৪)
অসহায় ছিন্নমূল মানুষকে পিঠা খাওয়ালেন ইউএনও। ছবি: প্রতিনিধি

অসহায় ছিন্নমূল মানুষকে পিঠা খাওয়ালেন ইউএনও। ছবি: প্রতিনিধি

দিন যায়, মাস যায় খবর নেয়না কেউই। প্রতি বছর শীতকাল আসে আর যায়। কিন্তু শীতের পিঠা পুলি কপালে জোটে না তাদের। শীতকালে গ্রাম বাংলার প্রতিটি বাড়িতেই পিঠা পুলির ধূম পড়ে। হতদরিদ্র, অসহায় ছিন্নমূল এসব মানুষেরা বঞ্চিত থাকেন পিঠার আস্বাদন থেকে। এই শীতে তারুণ্যের উৎসব উপলক্ষে তাদের কথা ভেবে ব্যতিক্রমি পিঠা উৎসবের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। এমন আয়োজনে পিঠা পুলি খেয়ে উচ্ছসিত হতে দেখা গেছে তাদের। কেউ আবেগাপ্লুত হয়ে স্মৃতি চারণ করেছেন অতীত জীবনের।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালেউপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের মেলায় পৌর সদর এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫০০ জন গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষকে রিতি মতো দাওয়াত করে নিয়ে এসে চার পদের পিঠা খাওয়ানো হয়। এসবের মধ্যে ছিল চিতই পিঠা, ঝাল পিঠা, ভাপা ও পুলি পিঠা।

উপজেলা পরিষদের ভিতরে তারুণ্যের মেলায় গিয়ে দেখা যায়, দুটি পিঠার দোকান বসেছে। সেখানে প্লেটে করে নিয়ে গরম গরম পিঠা খাচ্ছেন তারা। মনে হচ্ছে আপন কোন পরম আত্মীয়ের আতিথয়তায় মুগ্ধ হয়ে বহু দিনের চির চেনা আচ্ছাদন নিচ্ছেন তারা। পূর্ণ তৃপ্তিসহকারে পিঠা খেয়ে এবারের শীতের আমেজকে যেন নতুন করে উপভোগ করলো তারা।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানাসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

পিঠা খেতে আসা ভ্যান চালক ইসাহাক আলী বলেন, বর্তমানে বাজার দরের যে অবস্থা তাতে নূন আনতে পান্তা ফুরায়। সারাদিন ভ্যান চালিয়ে যে রোজগার হয় তা দিয়ে পরিবারের ভরনপোষন করানোয় দায় হয়ে গেছে। এবার বাড়িতে পিঠার আয়োজন করতে পারিনি। এভানে পেট ভরে পিঠা খেলাম। খুব ভাল লেগেছে।

এলাকায় ঘুরে ভিক্ষা করেন রাহেলা বেওয়া। তিনিও এ মেলায় পিঠা খেতে এসে বলেন, হাংকে খোজ খবর কেউ লেয়না বাবা। বহুদিন থিনি হাউস মতো পিঠা খাওনি। টিওনি স্যার আজ হাংকক দাওয়াত দিয়ে আনে পিঠা খিলাওছে বাবা। আল্লাহ তার ভাল করুক এই দোয়া করি বাবা।

স্থানীয় বাসিন্দা মীর রেজাউন্নবী বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষদের নিয়ে এমন আয়োজন সচরাচর চোখেনপড়ে না। তারা শীতকালে পিঠা খেতেও পারে না। তাদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের এমন আয়োজন প্রসংশনীয়। আমরা চাই প্রতি বছর এমন আয়োজন অব্যহত থাকুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, প্রতি বছর শীতকালের প্রতিটি বাড়িতেই কম বেশি পিঠার আয়োজন হয়ে থাকে। আমি লক্ষ্য করেছি এই উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষরা এই পিঠার আয়োজন থেকে বঞ্চিত থাকে। পিঠা ক্রয় করে খাওয়ার মতো সামর্থ তাদের নেই। বিষয়টি আমার অন্তরে নারা দেয়। সেই থেকে তাদের জন্য আজকের এই আয়োজন। এটি করতে পেরে আসলেই খুব ভাল লাগছে। ভবিষ্যতেও এর ধারা অব্যহত রাখার চেষ্টার করবো।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  তারুণ্যের উৎসব   ইউএনও’র ব্যতিক্রমি উদ্যোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝