ভাঙ্গায় এক মাদ্রাসার এক শিশু ছাত্র (৮) কে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে পিটুনি দিয়ে মাথার চুল কেটে ও মাথার কিছু অংশ টাক করে আলকাতরা মাখিয়ে দেয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকার একটি মাদ্রাসায়। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে বরখাস্ত করে শিক্ষকের বড় ভাইয়ের হাতে তুলে দিয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষক আনোয়ার হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গার মালিগ্রাম এলাকার একটি মাদ্রাসার আট বছর বয়সী এক ছাত্রকে ফুসলিয়ে মাদ্রাসার পাশে বাসায় নিয়ে বলাৎকার করে ওই মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন (২৯)। এরপর ওই শিক্ষার্থী বাড়ি এসে তার বাবা-মার কাছে জানায়। এরপর শিশুটির অভিভাবক এলাকার লোকজনকে বিষয়টি জানায়। সোমবার বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে মারপিট করে। এরপর মাথার কিছু অংশের চুল কেটে টাক করে মাথায় আলকাতরা মাখিয়ে দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ওই শিক্ষকের বাড়িতে জানায়। এরপর তার বড় ভাই এসে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কাছে তার ভাইয়ের অপরাধের জন্য ক্ষমা চেয়ে তার ভাইকে নিয়ে যায়।
মাদ্রাসার পরিচালক বলেন, এলাকার গণ্যমান্য লোকজন বিচার করেছে। ওই শিক্ষকের বড় ভাই ক্ষমা চেয়েছে। আমরা তাকে বরখাস্ত করেছি।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে
কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে।
কেকে/ এমএস