গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কাপাসিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ফকির মজনু শাহ সেতু সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর থেকে বৃহৎ একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাফাইশ্রী মোড় এলাকায় এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের দায়িত্বসহ দলের নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থাসহ দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে জেলা বিএনপির হাল ধরে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।
কেকে/ এমএস