মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফিরেনি এডিসি আখতার
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ১১.০২.২০২৫ ১১:৩৯ পিএম  (ভিজিটর : ২৫৪)
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই-আগষ্ট ছাত্র আন্দোলনে ঢাকার চানখারপুল এলাকায় গণহত্যায় নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পুলিশের শাহ আলম মো. আখতারুল ইসলাম সিলেট থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনার সরকার পতনের পর গত বছরের ২ সেপ্টেম্বর তাকে ঢাকা মহানগর পুলিশ থেকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে বদলি করে পুলিশ সদর দপ্তর। এই কর্মকর্তা কাউকে না জানিয়েই ১৬ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। এরই মধ্যে পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হয়েছে বিষয়টি। তার অনুপস্থিতির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ বিভাগে।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খোলা কাগজকে বলেন, শাহ আলম মো. আখতারুল ইসলাম ছুটিতে গিয়েছিলেন। কিন্তু ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফিরে আসেননি তিনি।

সূত্র জানায়, সর্বশেষ ২৬ জানুয়ারি রোববার পর্যন্ত তার কর্মস্থল ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে কর্মরত ছিলেন এডিশনাল এসপি শাহ আলম মো. আখতারুল ইসলাম। এর পরদিন ২৭ জানুয়ারি সোমবার আর কর্মস্থলে যাননি তিনি। সেই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা ১৫ দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। নগরীর রিকাবীবাজারের সিলেট জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট’র কার্যালয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার অনুমতি ছাড়াই তিনি কর্মস্থল ত্যাগ করেছেন। মূলত চানখারপুল গণহত্যা থেকে নিজেকে রক্ষা করতেই কর্মস্থল থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তিনি কোথায় গেছেন সেই তথ্য পুলিশের কাছে নেই। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ।

শাহ আলম মো. আখতারুল ইসলাম ডিবি প্রধান হারুন অর রশিদের বিশ্বস্ত সহযোগী হিসেবে। ডিবির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদে কর্মরত ছিলেন তিনি। ডিবিতে কর্মরত অবস্থায় ২০২৩ সালের (১১ সেপ্টেম্বর) রমনা জোনের এডিসি হিসেবে পদায়ন করা হয় তাকে। তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের একাধিকবারের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফিজের মেয়ের জামাই। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে যখন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তখনও এডিশনাল এসপি আখতারের নেতৃত্বে চলে বর্বর গণহত্যা। চানখারপুল এলাকায় ৫ আগস্ট দুপুর ১১ টার দিকে একে একে ৭ জনকে হত্যা করে পুলিশ। ওই গণহত্যার ঘটনায় ইতোমধ্যে পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়েছে। চানখারপুল গণহত্যার বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।

এ বিষয়ে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটের পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, আখতারুল ইসলাম গত ২৬ জানুয়ারি কর্মস্থলে ছিলেন। এর পরের দিন থেকেই আর কর্মস্থলে আসেননি তিনি। কাউকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কর্মস্থলে ফিরেনি এডিসি আখতার   জুলাই-আগষ্ট ছাত্র আন্দোলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হুমকি
ঈদের নামাজ শেষে জিলাপির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ
‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান
বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close