বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: পদত্যাগ করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান      নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে হাসিনার অভিনন্দন      জনগণের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত: জামায়াত আমির      লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০      ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন      ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা      ঢাবিতে ব্যানার-ফেস্টুন সাঁটানোর ঘটনা দুঃখজনক বললেন ছাত্রদলের সভাপতি      
রাজধানী
৪০ মিনিট পর নিভল জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯:৫৯ পিএম  (ভিজিটর : ৮৫)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মিছিল কর্মসূচিতে হামলার জবাবে আগুন দেওয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। প্রায় ৪০ মিনিট ধরে পোড়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে জাতীয় পার্টির অফিসের নিচতলা পুড়ে যায়। ছিড়ে ফেলা হয় আশপাশের সব ব্যানার-ফেস্টুন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে আগুন দেওয়া হয়। ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও বিক্ষুদ্ধরা গাড়ি ফিরিয়ে দেয়। পরে আবার ফায়ার সার্ভিসের গাড়ি এসে ৮টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বলেন, সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নিয়ে মিছিল শুরু করি। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরের সামনে যাওয়ার সাথে সাথে উপর্যুপরি আক্রমণ করা হয়। আমাদের প্রায় ২০ জন আহত হয়েছেন।

হাসান আল মামুন বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের আগে থেকেই অবস্থান ছিল। মিছিলটি আসার সঙ্গে সঙ্গে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তাদের সঙ্গে যোগ দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা এক হয়ে প্রতিরোধ গড় তোলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ছাত্র-শ্রমিক-জনতার অবস্থান রয়েছে।

অন্যদিকে বিজয়নগরে জাতীয় পার্টির সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার জেরে বিজয়নগর এলাকায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে তামজিদ-রোমান
ফ্যাসিস্টদের কাছে সমন্বয়ক শব্দটি এখন গালি: হাসনাত
নোয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ ৫ সদস্যের পদত্যাগ

সর্বাধিক পঠিত

ধর্ম অবমাননা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
সালথায় তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীবাসীর কাছে ওলামা-মাশায়েখের দুঃখ প্রকাশ
পলিটিকাল গভমেন্ট ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়; দুলু
পীরগাছায় ৮ কেজি গাঁজাসহ দুইজন আটক

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝