জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে সকাল ৯টা থেকে প্রথম শিফটে ছাত্রী এবং সকাল ১০ টা ২৫ মিনিট থেকে দ্বিতীয় শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন, আজকের ‘ই’ ইউনিটের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রথম শিফটে ছাত্রীদের উপস্থিতি ছিলো ৮৭ শতাংশ এবং এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের উপস্থিতি ৮৮ শতাংশ।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট আসন ২০০টি। আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। আসনপ্রতি লড়ছেন ৭৬ জন ভর্তিচ্ছু।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
কেকে/ এমএস