ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর-রাধিকা সড়কে সাহারপাড় নামক স্থানে মোটরসাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ (৩৩) নামে দুই সন্তানের জননী নিহত ও দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত বেবি দেবনাথ পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দশানী গ্রামের তাপস দাসের স্ত্রী।
নিহতের স্বামী তাপস দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজি যোগে তারা বাঞ্ছারামপুর যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তার স্ত্রী মারা যান।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল ও সিএনজি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস