প্রথমবারের মতো সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে সাংবাদিক দম্পতির দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ কর্তৃক সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপব্যবস্থাপনা পরিচালক এবিএম রফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সদস্য শাহাজাহান সাজু, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের নির্বাহী সদস্য আবু নাসের রতন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।
এতে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত সাংবাদিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে ১৩ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন এম আবদুল্লাহ।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার প্রেস ক্লাবের সহসভাপতি (দৈনিক রুপসী বাংলা এবং দৈনিক খোলা কাগজ) এর প্রতিনিধি ফয়সল আহমেদ খান এবং তার স্ত্রী সালমা আহমেদ (দৈনিক জবাবদিহি ও দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া) এর দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে। তারা দুজনেই বর্তমানে নরসিংদির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে অধ্যয়নরত।
কেকে/এজে