রাজধানীর মোহাম্মদপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং বিরোধী অভিযান ও ডেভিল হান্টে মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ ও যৌথবাহিনী। সোমবার সন্ধ্যায় শুরু হয় এ অভিযান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছেন। এছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীররাতে পুলিশের অভিযানে পাঁচজন গ্রেফতার হয়।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে ওঠে। এসময়ে চুরি, ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বেড়ে যায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না। শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদি আরো বলেন, এই এলাকাটি এক ধরনের ক্রাইম জোন তবেঁ অপরাধীদের জন্য এই অভিযান চলমান থাকবে, যেখানেই অপরাধ হবে সেখানেই পুলিশের এ্যাকশন চলমান থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কেকে/ এমএস