শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ      এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন       দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি: তারেক রহমান      তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       
খোলাকাগজ স্পেশাল
পরিচয় লুকিয়ে আন্দোলন উসকাচ্ছে পতিত শক্তি
শিপার মাহমুদ
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৭ এএম  (ভিজিটর : ৮৪)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। এর রেশ ছড়িয়েছে জেলা শহর পর্যন্ত। যৌক্তিক হোক আর অযৌক্তিক, রাজপথ গরম করছে আন্দোলনকারীরা। অবরোধ করছে সড়ক-মহাসড়ক, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ; বিব্রত অন্তর্বর্তীকালীন সরকার। ফলে দেশ সংস্কার কাজের চেয়ে আন্দোলন নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে হচ্ছে ইউনূস সরকারকে। আর এসব আন্দোলনে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে জুলাই বিপ্লবের পরাজিত শক্তি।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে নানাভাবে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তাদের মিত্র প্রতিবেশী রাষ্ট্রও সেই চক্রান্তের অংশীদার। দেশকে অস্থিতিশীল ও বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করতে তারা পরিকল্পিতভাবে একের পর এক অপ্রীতিকর পরিবেশ তৈরি করছে। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিসহ বেশ কয়েকটি প্রোগ্রামে এমন অনাকাক্সিক্ষত বিশৃঙ্খলা দেখা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুখোশধারী ব্যক্তিরা হঠাৎ করেই এসব পরিস্থিতি তৈরি করে, যা সাধারণ আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সংশ্লিষ্টদের মতে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে এমন কিছু মুখ দেখা যাচ্ছে, যারা অতীতে সরকারি দলের ছত্রছায়ায় ছিল। আন্দোলনকারীরাও দাবি করছে এসব ব্যক্তি আন্দোলনের স্লোগান দিলেও তাদের কার্যক্রম সন্দেহজনক। তাদের উপস্থিতি ও আচরণ আন্দোলনের মূল উদ্দেশ্যকে বিতর্কিত করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এসব ঘটনার পেছনে রয়েছে পতিত আওয়ামী সরকারের দোসররা। যারা নানাভাবে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মনে করেন, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। স্বৈরাচারী আওয়ামী লীগ এখনো গোপনে তৎপর রয়েছে। তারা নিজেদের চিহ্ন গোপন করে আন্দোলনকারীদের মাঝে ঢুকে পড়ছে এবং ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে উসকানি দিচ্ছে। ফলে পতিত আওয়ামী লীগের এমন ষড়যন্ত্রের ফলে বিপাকে পড়তে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। 

এ বিষয়ে কথা হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খোলা কাগজকে বলেন, ‘দীর্ঘ সময়ের অবরুদ্ধ সময়ের পর একটা তুলনামূলক মুক্ত পরিবেশ তৈরি হয়েছিল। যারা গত ১৫-১৬ বছরে দাবি জানাতে পারেনি, এই মানুষগুলো তাদের নানা দাবিদাওয়া নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আন্দোলনই ন্যায্য। আর কিছু আছে, যাদের পেছনে পতিত ফ্যাসিস্টের ইন্ধন আছে বলে আমার ধারণা। এ সমস্যার একমাত্র সমাধান হচ্ছে দ্রুত সংস্কারের আলোচনাটা সম্পন্ন করে নির্বাচনের দিকে যাত্রা শুরু করা। নির্বাচন যত বিলম্বিত হবে, তত এ ধরনের আন্দোলনের চাপ বাড়বে।’
 
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১৩ দিন পর, অথাৎ গত ২১ আগস্ট চাকরি স্থায়ী করার দাবি নিয়ে রাজপথে নামে সাধারণ ও অঙ্গীভূত আনসারের সদস্যরা। সেদিন দেশের বিভিন্ন স্থান থেকে আনসার সদস্যরা এসে সচিবালয়ের সামনে অবস্থান নেন। তারা সড়ক আটকে দেন। দিনভর আন্দোলনের এ পর্যায়ে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সচিবালয়ের সামনে দুপক্ষের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন।

পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে রাত পৌনে ১০টার দিকে সচিবালয় এলাকা ত্যাগ করেন আনসার সদস্যরা। গত ২৬ আগস্ট সকালে হঠাৎ শাহবাগ এলাকার সড়ক অবরোধ করেন প্যাডেলচালিত শত শত রিকশাচালক। তাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা ঢাকার সড়কে চলতে পারবে না। সেদিন শাহবাগের পাশাপাশি ঢাকার আরো কিছু এলাকার সড়কে নেমেছিলেন প্যাডেলচালিত রিকশাচালকরা। এ ঘটনার আড়াই মাস পর গত ১৯ নভেম্বর হাইকোর্টের এক নির্দেশনার বিরোধিতা করে ঢাকার রাজপথে আন্দোলনে নামেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা ঢাকার বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে শুরু করেন আন্দোলন। ওই আন্দোলনের মধ্যে ২১ নভেম্বর ঢাকার মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। 

এদিকে গত ১৭ ডিসেম্বর রাত ৩টায় বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও মাওলানা সা’দ কান্ধলভীপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। তার আগে সেপ্টেম্বরজুড়েই সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা খুলে দেওয়া, বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে পোশাক শ্রমিকরা। আন্দোলনের সময় পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে এবং তিনজন পোশাক শ্রমিকও নিহত হন।

গত আগস্টের মাঝামাঝি সময়ে দিনে ১৪-১৫টি সংগঠনও রাজপথে নানা দাবিতে আন্দোলন শুরু করে। ১৯ আগস্ট ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অন্তত ১৭টি সংগঠন। এর মধ্যে যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছিলেন ‘তথ্য আপা’ প্রকল্পের নারীরা। সেদিন নানা আন্দোলনকারীর ভিড়ে বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্যদের একটি দল প্রেস ক্লাবের সামনে জায়গা না পেয়ে এর বিপরীত পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে গিয়ে দাঁড়ায়।

এর মধ্যে মুখোমুখি অবস্থান নেয় সরকারি কর্মকর্তাদের দুটি দল। একটি দলে রয়েছেন প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। অন্য দলে আছেন প্রশাসন বাদে অন্য ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ নামে ২৫ ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে সচিব পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডার কর্মকর্তাদের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা নিয়েও আন্দোলনে নামে চাকরিপ্রত্যাশীরা। এ দাবিতে ১৫ আগস্ট থেকে জোরদার আন্দোলন শুরু করে চাকরিপ্রত্যাশীদের একটি অংশ। গত ৩০ সেপ্টেম্বর আন্দোলনকারীরা সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে অবস্থানের চেষ্টা করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আন্দোলন উসকানো   পতিত শক্তি   জুলাই বিপ্লব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডের পরও বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার জয়
রায়পুরে পুকুর থেকে বৃদ্ধের ডুবন্ত মরদেহ উদ্ধার
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
জমি সংক্রান্ত বিরোধে চিত্র নায়িকা দিতির বাড়িতে হামলা, আহত-২
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

সর্বাধিক পঠিত

৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
মৌলভীবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট
কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝