মিরসরাইয়ে ট্রাকের নিছে চাপা পড়ে মো. আক্তার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ঘটে। দুর্ঘটনায় একটি যাত্রবাহী লেগুনাও দুর্ঘটনায় শিকার হয়।
নিহত আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে।
দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী লেগুনাটির চালক নুরুল মোস্তফা জানান, সকালে নিজাপুর এলাকায় যাত্রী নেওয়ার জন্য ফুটওভার ব্রিজের নিছে দাঁড়ায়। পাশ দিয়ে একটি মোটরসাইকেল ও দাঁড়িয়ে ছিল।
এ সময় কয়লা বোঝায় একটি ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে উঠে পড়ে। পরে ট্রাক লেগুনা ও মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক নিহত হয়।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক যাত্রীবাহী লেগুনা ও মোটরসাইকেলকে চাপা দেন।
এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
কেকে/এএস