বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে অপসারণের দাবি জানান তিনি। রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসতে সরকারের কাছে দাবি জানান তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলে।
শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন হাসিনা বলেছিলেন পালাবেন না। এমনি পালালেন যাওয়ার সময গুনে গুনে ১৪টি ব্যাগ সঙ্গে নিয়ে গেছেন। দেশটাকে নস্ট করে গেছেন, দেশের সমস্ত অঙ্গকে ধ্বংস করে গেছেন, তলাবিহীন ঝুড়ির অবস্থায় তার বাবা যেমন ৭৪ এর দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল তার সময়ের মতো দেশটাকে খারাপ অবস্থা করে গেছে ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের মাধ্যমে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান।
এ ছাড়া জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল থেকে ছোট ছোট মিছিলযোগে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। একসময় কানা কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল।
কেকে/এএস