চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাইফুদ্দীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা রেজাউল করিম (২৬) নামে আরেক যুবক আহত হয়েছে। রেজাউল করিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের রাজঘাটা এসআই পার্ক কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুদ্দীন চট্টগ্রামের পটিয়ার হুলাইন এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে এবং আহত রেজাউল করিম একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু সাইফুদ্দীন ও রেজাউল মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে বেড়ানো শেষে রাতে পটিয়ায় ফিরছিলেন। পথিমধ্যে সাতকানিয়ার রাজঘাটা এলাকায় রাস্তার লবণ-পানিতে পিচ্ছিল মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়।
এ সময় পেছন দিক থেকে চট্টগ্রামমুখী লবণবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে সাইফুদ্দীনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।
কেকে/এএস