শুক্রবার, ১৪ মার্চ ২০২৫,
৩০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
শিরোনাম: মারা গেছেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক       মাগুরায় আছিয়ার দাফন সম্পন্ন, পুরো গ্রামে শোকের মাতম      চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব      আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা      সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরো দুই মাস      ‘পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত’      সিগারেট করকাঠামোয় সংস্কার করতে হবে      
জাতীয়
অত্যাধুনিক প্রযুক্তির নতুন এক্সব্লেড পিজিএম-এফআই আনল হোন্ডা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম আপডেট: ১২.০২.২০২৫ ৮:১৬ পিএম  (ভিজিটর : ৯০)
ছবি :প্রতিবেদক

ছবি :প্রতিবেদক

অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্স সম্পন্ন নতুন এক্সব্লেড পিজিএম-এফআই বাজারে আনল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড; যা ১৬০ সিসির সেগমেন্টে আরেকটি নতুন মাইলফলক। এই মোটরসাইকেল হোন্ডার বাংলাদেশি রাইডারদের সাশ্রয়ী ও গতিশীল সমাধান দেওয়ার পাশাপাশি রাইডিং অভিজ্ঞতা উন্নীত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

নতুন ‘এক্সব্লেড ২০২৫’ উন্মোচনের পর বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডার গ্লোবাল ভিশন হলো মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে উপভোগ্য করে তোলা; যা সাশ্রয়ী এবং মানসম্মত গতিশীল সমাধানের মাধ্যমে সম্ভব।’
তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে এক্সব্লেড সিরিজ চালু হওয়ার পর থেকে ৬০ হাজারের বেশি বাংলাদেশি গ্রাহক হোন্ডার ওপর আস্থা রেখেছেন। নতুন এক্সব্লেড এফআই এমন প্রযুক্তি দিয়ে ডিজাইন করা হয়েছে যা উচ্চাকাক্সক্ষী যুবকদের চাওয়া পূরণে সহায়ক হবে।

এক্সব্লেডকে ‘স্ট্রিট অল-রাউন্ডার’ অভিহিত করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি, দুর্দান্ত পারফর্ম্যান্স, কমফোর্ট ও আকর্ষণীয় ডিজাইনের মিশেলে এটি তৈরি করা হয়েছে। যে প্রজন্ম নিজেকে ‘অল-রাউন্ডার’ হিসেবে দেখতে আগ্রহী তারা সহজেই হোন্ডার বিশ্বব্যাপী স্বীকৃত শ্রেষ্ঠ প্রযুক্তির প্রতি আকৃষ্ট হবে, যা পিজিএম-এফআই প্রযুক্তি এবং তীক্ষ্ণ ডিজাইনের সঙ্গে পারফরম্যান্স ও স্টাইলের নিখুঁত সমন্বয় ঘটিয়েছে। আমরা আশাবাদী নতুন এক্সব্লেড এফআই বাংলাদেশের গ্রাহকদের মন জিতে নেবে।’

নতুন এক্সব্লেড পিজিএম-এফআই-এর রয়েছে ১৬০ সিসি ইউরো ৩ পিজিএম-এফআই ইঞ্জিন ও ১৪.৭ নিউটন মিটার টর্ক, যা দুর্দান্ত পারফর্ম্যান্সের সঙ্গে প্রতি লিটারে ৬০ কিলোমিটার মাইলেজ দেয়। এর আকর্ষণীয় ডিজাইনে আছে শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক, স্টাইলিশ গ্রাফিক্স, এবং একটি সিগনেচার রোবো-ফেস এলইডি হেডলাইট, যা এর সৌন্দর্য ও নান্দনিকতা বাড়িয়ে তোলে।

এছাড়াও নিরাপত্তা এবং কন্ট্রোলের জন্য এক্সব্লেড পিজিএম-এফআই-তে রয়েছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, দুর্ঘটনা প্রতিরোধে আছে ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর, এবং সাইড স্ট্যান্ড কাট-অফ সুইচ, যা আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করে।
স্বাচ্ছন্দ্য ও আরামের পাশাপাশি মোটরসাইকেলটিতে আছে স্ট্রিট-টেক ডিজিটাল মিটার যা রাইডারকে তথ্য প্রদর্শন করবে। আছে হ্যাজার্ড সুইচ, যা সামনের দৃশ্য দেখতে সমস্যা হলে পেছনে থাকা চালকদের সতর্ক করবে। চালক ও যাত্রীর বসার জন্য রয়েছে চওড়া ও আরামদায়ক আসন এবং স্বল্প রক্ষণাবেক্ষণযুক্ত সিল্ড চেইন।

নতুন এক্সব্লেড পিজিএম-এফআই-এর দাম ধরা হয়েছে ২৪০,০০০ টাকা এবং এটি পাওয়া যাচ্ছে চারটি স্টাইলিশ রঙে: রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক, এবং পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে। মোটরসাইকেলটি সংগ্রহ করতে গ্রাহকরা ১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে হোন্ডার এক্সক্লুসিভ অথোরাইজড ডিলার (এইচইএডি) শো-রুম পরিদর্শন করতে পারবেন।
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ববি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
আছিয়ার শোক শেষ না হতেই দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার
মতলব উত্তরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, একই পরিবারের আক্রান্ত ১১
মারা গেছেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক
শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা

সর্বাধিক পঠিত

দেশীয় অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা আটক
আছিয়ার শোক শেষ না হতেই দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার
লোহাগাড়ায় ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
উত্তর জনপদের স্বপ্নদ্রষ্টা প্রকৌশলী আহসান হাবীবের জন্মদিন পালিত
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close