বহুল আলোচিত ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা পৃথক মামলা অন্যতম এজাহারভুক্ত আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার ওরফে আনু মাতুব্বরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১০)
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০ এর ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, আন্তর্জাতিক মানব পাচার চক্রের অংশ হিসেবে লিপন ও আনোয়ার বাংলাদেশি নাগরিকদের ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় পাচার করত। সেখানে তাদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হতো এবং স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো।
এর আগে মাদারীপুর জেলার ডাসার থানা পুলিশ একই অভিযোগে মিলন মাতুব্বর নামে আরও একজনকে গ্রেফতার করে। তিনি লিবিয়ায় থেকে মানব পাচার চক্র পরিচালনা করতেন। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে।
এছাড়া, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হওয়া তিন তরুণের ঘটনায় মানব পাচার আইনে আরেকটি মামলা দায়ের হয়। এ মামলায় হান্নান মাতুব্বর ও তার ছেলে তুহিন মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, মানব পাচার একটি ভয়াবহ অপরাধ। যারা এই চক্রের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীদের সহায়তায় র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে কাজ করছে।
মানব পাচার ও নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান র্যাব-১০ এর অধিনায়ক। তিনি জনগণকে অনুরোধ করেন, কেউ যদি মানব পাচারের বিষয়ে কোনো তথ্য জানতে পারে, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে।
কেকে/ এমএস