গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে অপেক্ষেয়মান ছোট্ট সোনামনিরা ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ব্যাজ পড়িয়ে বরণ করে নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের জিপি ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব অ্যাডভোকেট মো. সোলাইমান দর্জি।
প্রধান মেহমান ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, সেবাঘরের সভাপতি ক্যাপ্টেন মো. বেলায়েত হোসেন, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল, যুবদল নেতা মামুনুর রশিদ, মনির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।
উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতায় পিটিএ কমিটির সভাপতি মো. আব্দুল বাতেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক প্রকৌশলী মো. ইলিয়াস কাঞ্চন, মেট্রোরেল, বিমানবন্দর ও যমুনা রেল সেতু প্রজেক্টের পরিবেশবিদ মো. আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি আফসানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ওয়াদুদ খান, মো. মামুন সিকদার, মো. সাকিব খান প্রমুখ।
হাজী আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন খান ও যুবদল নেতা আশরাফুল আলমের পরিচালনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।
কেকে/এএম