রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার      
গ্রামবাংলা
কাপাসিয়া ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শরিফ সিকদার, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম  (ভিজিটর : ৩৪৪)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে অপেক্ষেয়মান ছোট্ট সোনামনিরা ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ব্যাজ পড়িয়ে বরণ করে নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের জিপি ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব অ্যাডভোকেট মো. সোলাইমান দর্জি।

প্রধান মেহমান ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, সেবাঘরের সভাপতি ক্যাপ্টেন মো. বেলায়েত হোসেন, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল, যুবদল নেতা মামুনুর রশিদ, মনির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।

উদ্বোধনী দিনের আনুষ্ঠানিকতায় পিটিএ কমিটির সভাপতি মো. আব্দুল বাতেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক প্রকৌশলী মো. ইলিয়াস কাঞ্চন, মেট্রোরেল, বিমানবন্দর ও যমুনা রেল সেতু প্রজেক্টের পরিবেশবিদ মো. আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি আফসানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. ওয়াদুদ খান, মো. মামুন সিকদার, মো. সাকিব খান প্রমুখ।

হাজী আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন খান ও যুবদল নেতা আশরাফুল আলমের পরিচালনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।

কেকে/এএম





মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক
ফুলছড়িতে কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝