শনিবার, ২৯ মার্চ ২০২৫,
১৫ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২৯ মার্চ ২০২৫
শিরোনাম: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই      ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬       চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক       মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়লো      
প্রিয় ক্যাম্পাস
চবি অধ্যাপকের ওপর ছাত্রীর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
সৈয়ব আহমেদ সিয়াম, চবি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম  (ভিজিটর : ১৩৫)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের সামনে দর্শন বিভাগের সম্মানিত প্রফেসর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলী স্যারের উপর আইন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি ন্যাক্কারজনক হামলা করে। গত ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ঘটনা সবার নজরে আসে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে বিআরএফ ইয়ুথ ক্লাব হামলায় জড়িত ছাত্রীদের স্থায়ী বহিষ্কার এবং সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করে।

বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো শহিদুল হক বলেন, ছাত্র-শিক্ষকের সম্পর্ক হবে অত্যন্ত সুগভীর ও ভালো সম্পর্ক। ফ্যাসিবাদ এখনো নামে বেনামে বিদ্যমান আছে। কখনো আনসার নামে, কখনো সাধারণ শিক্ষার্থী নামে তাদের বহিঃপ্রকাশ ঘটে। একজন শিক্ষক হিসেবে আমি আরেকজন শিক্ষকের পাশে থাকতে চাই। এমন বিব্রতকর অবস্থার সুষ্ঠু সমাধান চাই।

বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠাগার সম্পাদক মো. জিহাদ বলেন, আমরা কাজ কাজ করছি মূল্যবোধ সংরক্ষণে। আমাদের শিক্ষক প্রফেসর ড. মো. কোরবান আলী স্যারের ওপর প্রকাশ্যে হামলা ছাত্রীদের মূল্যবোধের চরম অবনতির বহিঃপ্রকাশ। এই হামলাকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে প্রশাসন ব্যর্থ বলে গণ্য হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে হামলায় জড়িতদের চিহ্নিত করে শান্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। আমাদের দাবি সমূহ হলো:

১. আফসানা এনায়েত এমির স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করতে হবে।
২. যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যাব।

বিআরএফ ইয়ুথ ক্লাবের উপদেষ্টা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, একটু আগে একজন অভিভাবক আমাকে ফোন দিয়ে বলেন, আমার মেয়েকে বাধ্য করেছে প্রোগ্রামে যাওয়ার জন্য। ছাত্রলীগের মাধ্যমে হলে উঠেছিল। তার মানে এখনো মেয়েদের হলোগুলোতে ছাত্রলীগ সক্রিয়। ছাত্রী হলগুলোতে এখনো ছাত্রলীগের কমিটি সক্রিয়। নৌকা ভাঙায় তাদের হৃদয় ভেঙেছে। এখন কেউ মাইর খেলে, ভিডিও না থাকলে সে কোনো ন্যায়বিচার পাবে না। এ কেমন অসভ্যতা! ফ্যাসিস্ট হাসিনার সময়েও কোনো শিক্ষকের গায়ে হাত তোলার দুঃসাহস দেখিনি। আমার বাসায়, আতিয়ারের বাসায় হামলা করেছে। কিন্তু তারা গায়ে হাত তোলার সাহস করেনি। বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীলরা থাকবে, কনজার্ভেটিভরাও থাকবে। কিন্তু, অবশ্যই বাউন্ডারির মধ্যে থাকতে হবে। শিক্ষকরা হলো রেডলাইন। শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে। ভাইস চ্যান্সেলর ৩৩ ক্লজ অনুযায়ী যে-কোনো কিছু করতে পারে। অথচ, এই দালাল প্রশাসনের এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইউনাইটেড-১৩ এর বর্ষপূর্তিতে ইফতার ও দোয়া মাহফিল
বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার দিলেন আসিফ মাহমুদ
আব্দুল মোতালিব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছে‌লের, হাসপাতালে বাবা
সোনাগাজীতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত

গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই
একাত্তরের ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা: সেগুন
সংবিধানের মৌলিক সংস্কার টেকসই করতে জনগণের ম্যান্ডেট লাগবে
লালমনিরহাটে ৬ শতাধিক মানুষের মাঝে তারেক রহমানের ঈদ উপহার
অন্তবর্তী সরকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন দিতে বাধ্য: সামসুদ্দিন ঝুনু

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close