বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
রাজনীতি
‘অলি-রেদোয়ান ছাড়া এলডিপির প্রেসিডেন্ট-মহাসচিব হিসেবে কারো নাম প্রচার করলে ব্যবস্থা’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:০৯ পিএম  (ভিজিটর : ২৪৯)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। এই দু’জনের পরিবর্তে কোনো গণমাধ্যম অন্য কোনো ব্যক্তির নাম এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিব হিসেবে প্রচার করলে সেই গণমাধ্যমের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (০১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নির্বাচন কমিশন কর্তৃক ১নং নিবন্ধিত রাজনৈতিক দল। যার  প্রতীক ছাতা। দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। যিনি গত ১৬টি বছর ফ্যাসিস্ট হাসিনা (শেখ হাসিনা) সরকারের পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের স্বতন্ত্র একটি রাজনৈতিক দল। এর কোনো একাংশ বা ভগ্নাংশ নাই। কিন্তু বেশ কিছু দিন যাবৎ আমরা লক্ষ্য করছি, একটি কুচক্রি মহল বিভিন্ন পত্র-পত্রিকা এবং টিভি মিডিয়ায় এলডিপির একাংশ বা এলডিপি নাম ব্যবহার করে অন্য কারও বক্তব্য, বিবৃতি প্রচার করছে। এমনকি পত্রিকা বা টিভি মিডিয়াগুলোও তাদের নামে সঙ্গে এলডিপি উল্লেখ করে ভুল তথ্য প্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে।

রাজ্জাক বলেন, ৩১ অক্টোবর কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনে একটি মহলের সংবাদ এলডিপির নামে প্রচার করেছে। যা দুঃখজনক। যে কেউ বিবৃতি দিলেই যদি তা নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দল এলডিপির নামে প্রকাশ করা হয়, তা হবে অপসাংবাদিকতার সামিল। আমরা এলডিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং মহাসচিব রেদোয়ান আহমেদ। এই দু'জনের পরিবর্তে কোনো গণমাধ্যম অন্য কোনো ব্যক্তির নাম এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিব হিসেবে প্রচার করলে সেই গণমাধ্যমের ব্যাপারে আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও সংবাদ   বিষয়:  এলডিপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝