টাঙ্গাইলের মধুপুরের অভিযান চালিয়ে ৯ জুয়াড়ি কে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত জুয়াড়িদেরকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরানুল কবির জানান, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম ও মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ এর যৌথ অভিযানে উপজেলার আলোকদিয়া এলাকা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন-মধুপুরের মহিষমারা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে (১) সুজন মিয়া (২৭) ,হলুদিয়া গ্রামের মৃত জোয়াহের আলীর ছেলে (২) মতিয়ার রহমান (৬৫), নাগবাড়ী এলাকার মাইন উদ্দিনের ছেলে (৩) খোকন মিয়া (৩৬), নরকোনা এলাকার মৃত আফসার আলীর ছেলে (৪) আইন উদ্দিন (৪১), ইদিলপুর এলাকার মৃত আ: রহমানের ছেলে (৫) হাসান আলী (৫২), টাঙ্গাইল সদরের করটিয়া এলাকার সাবেদ আলীর ছেলে (৬) সাকিল হোসেন (২১), কালিহাতীর ডোলকান এলাকার বদিয়ার মুন্সির ছেলে (৭) পারভেজ হোসনে (২৮), ঘাটাইলের কাচতলা এলাকার আ: করিমের ছেলে (৮) মিনহাজ উদ্দিন (৪০) ও জামালপুর জেলার নরন্দী নয়াপাড়া এলাকার মৃত ময়নাল হকের ছেলে (৯) আলাল উদ্দিন (৬০)।
কেকে/ এমএস