হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীর চর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় হাবিপ্রবির কেন্দ্রীয় মাঠ ৪-এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের হল সুপার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা খেলাধুলার সুন্দর একটি পরিবেশ পেয়েছো, আমাদের সময় শিক্ষাজীবনে আমরা এরকম পরিবেশ পাইনি। এই পরিবেশটাকে তোমাদের কাজে লাগাতে হবে।
তিনি বলেন, খেলাধুলা একাডেমিক বিষয়ের একটা অংশ, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। আমি আশা করি একদিন তোমাদের মধ্য থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা আমি প্রদান করব। পরিশেষে উক্ত প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি শরীর চর্চা শিক্ষা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
কেকে/এএম