চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দেশীয় তৈরি বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ ১ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টায় থানার এসআই মো. শরীফুল ইসলাম পিপিএম (বার) সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মো. রিপন (৩২) উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জানিয়া পাড়ার মৃত আবুল হোসেন’র পুত্র।
সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি এলাকার স্থানীয় মাদরাসার নবম শ্রেণিতে অধ্যয়নরত এক শিশু ছাত্রীকে অপহরণ করে তার বাড়িতে এনে ধর্ষণ করে। ঘটনার সহিত রিপনের অপর ২ সহযোগি জড়িত ছিল। পরে ধর্ষিত শিশু ছাত্রীর স্বজনেরা রিপন ও অজ্ঞাতনামা ২ জনসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর আসামীদেরকে আটক করার জন্য থানার জোর প্রচেষ্টা চলতে থাকে।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, যৌথ বাহিনীর চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ও ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ১২ ফেব্রুয়ারি আইনী প্রক্রিয়া শেষে আটককৃত রিপনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস