কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটাকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটার চুল্লি ও কাঁচা পানিতে ভরিয়ে দিয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে এ অভিযান হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।
অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং আবাদী জমির উর্ভর মাটি কাটা ও পোড়ানোর দায়ে এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড় ‘লিমা ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. রফিকুল ইসরামকে ৫ লক্ষ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর ‘এম,এস ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেনকে ৫ লক্ষ টাকা জরিমানা পর সিলগালা করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩, সংশোধিত-২০১৯’র ধারা ৫(১)১৫ আইনে ইটভাটা ও অবৈধ মাটিকাটা এবং নিয়ম নীতি না মেনে ইটভাটা পরিচালনার দায়ে তাদের জরিমানা এবং সিলগালা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম