চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানকালে লোহাগাড়া উপজেলার আওতাধীন অবৈধ ইটভাটা ব্রিকস-এর আগুন নিভিয়ে এবং স্কেভেটরের মাধ্যমে গুড়িয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয় এবং লাইসেন্স ব্যতীত ব্রিকফিল্ড-এর কোনো কার্যক্রম ভবিষ্যতে চলমান রাখা যাবে না মর্মে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যবৃন্দ।
এ ছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, পল্লী বিদ্যুৎ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান জানান, লোহাগাড়ার আওতাধীন ইটভাটার আগুন নিভিয়ে এবং স্কেভেটরের মাধ্যমে গুড়িয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়ে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে লোহাগাড়ায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম