শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে প্রবেশের পর নিজেকে পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, অনেকের মনেই তার আগের পরিচয় রয়ে গেছে।
তবে সানির অতীত নিয়ে যখন বিতর্ক চলছিল, তখন তার ভাই কিন্তু পুরো বিষয়টিকে কাজে লাগিয়েছিলেন। সানি লিওনের তৈরি তথ্যচিত্রে জানা যায়, তার ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করতেন, তখন তার ভাই সেই অটোগ্রাফ মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন!
সানি লিওন, যার আসল নাম করণজিৎ কৌর বোহরা, কানাডার অন্টারিওতে বড় হয়েছেন। তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে এবং কানাডা ও আমেরিকার দ্বৈত নাগরিক। বিগ বসের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানি। পরে পূজা ভাটের ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘রাগিণী এমএমএস ২’, ‘হেট স্টোরি ২’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।
অভিনয়ে প্রতিষ্ঠিত হলেও, অতীত তাকে বারবার তাড়া করেছে। প্লেবয় ম্যাগাজিনের কভারে প্রথম ভারতীয় নারী হিসেবে শোভা বাড়ানোর সাহসী সিদ্ধান্ত তার জনপ্রিয়তা বাড়ালেও, ব্যক্তিগত জীবনে নানা জটিলতা এনে দেয়। মা-বাবার অসন্তুষ্টির কারণে একসময় তাকে বাবার বাড়িও ছেড়ে যেতে হয়েছিল।
কিন্তু সেই কঠিন সময়ে তার ভাই এক মজার উপায়ে উপকার পেয়েছিলেন! সানির জনপ্রিয়তা কাজে লাগিয়ে নিজের বন্ধুদের কাছে তার অটোগ্রাফ বিক্রি করতেন, যা তাকে ভালোই আর্থিক সুবিধা এনে দিয়েছিল।
কেকে/এএম