হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে কথিত সমন্বয়ক ও এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টাকারী ফরহাদ ইবনে ইসলাম রুমি (২৮)কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টায় শাহজিবাজার ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিনের নেতৃত্বে যৌথবাহিনী ফরহাদ ইবনে ইসলাম রুমিকে উবাহাটা অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রুমি চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ উবাহাটা এলাকার দিদার হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এতে ফরহাদ ওরফে রুমি সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ ও বাকবিতণ্ডা করেন। একপর্যায়ে অভিযানের সময় লাটি দিয়ে হামলার চেষ্টার ভিডিও নিজেই ধারণ করে সোসাল মিডিয়ায় প্রচার করেন। এ নিয়ে স্থানীয় প্রশাসনসহ সকল পর্যায়ে তীর্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ভোর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় সোপর্দ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতের আদেশে আমি উক্ত স্থাপনায় উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে অবগত করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, সরকারী কাজে বাধা ও এসিল্যান্ড এর সাথে অসাধারণের কারণে সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধ ভুক্তভোগী বাবুল মিয়া নামে এক ব্যক্তি মামলা করেছেন। ওই মামলায় তাকে আদলতে সোপর্দ করা হয়।
কেকে/ এমএস