গাজীপুরের টঙ্গীতে একটি সামাজিক বিচারে স্থানীয় যুবদল নেতা টিপুর নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এসময় তিন নারীসহ অন্তত ১০জন আহত হয়েছে।
বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আজিজুর রহমান টিপু টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড যুবদল নেতা হিসেবে পরিচিত।
আহতরা হলেন, আনোয়ার হোসেন রুমান, আশিক, আজাদ, সাবু, কাউসার, রুবেল, জহুরা, আনোয়ারা, রোকেয়াসহ অন্তত দশ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন আগে দুই পক্ষের ভিতরে বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনার সমাধান করতে উভয় পক্ষকে নিয়ে সামাজিক বিচারে বসেন স্থানীয় বিএনপি নেতারা। বিচারের শেষ পর্যায়ে অভিযুক্ত টিপুর নেতৃত্বে অতর্কিত হামলা চালায় একদল দূর্বৃত্ত। এতে তিন নারীসহ আহত হয় অন্তত দশ জন। পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আনোয়ার, আশিক ও আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় ৫৫নং ওয়ার্ড যুবদল নেতা আজিজুর রহমান টিপু সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটি রিসিভ করেননি তিনি।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর