শনিবার, ২৯ মার্চ ২০২৫,
১৫ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২৯ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      গজারিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাই      ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি      আজ পবিত্র জুমাতুল বিদা      ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬       চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক       
রাজনীতি
অন্তর্বর্তী সরকার নির্বাচনেও নেই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ: গয়েশ্বর চন্দ্র
আদিতমারী (লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৭ পিএম আপডেট: ১৩.০২.২০২৫ ১২:১৯ পিএম  (ভিজিটর : ১৩৯)
লালমনিরহাটে জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনায়ও ব‍্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব‍্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘এই সরকারের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু তারা তা না করে শুধু সকাল-বিকাল সংস্কারের জারি গান শোনাচ্ছে।’

জনসমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মতো চলছে। বাজার ব‍্যবস্থায় সিন্ডিকেট এখনো অব‍্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব‍্যবস্থা নিতে পারেনি ।

আমরা এক দফার আন্দোলন করেছি, যার মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন। কিন্তু এই ১৬ বছরে আমরা কী পেলাম? কেন এত শহিদ হলেন? কেন এত মানুষ নির্যাতিত হলেন? বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।

তিনি অভিযোগ করেন, ‘গণতন্ত্র ও দেশের স্বার্থে আমাদের আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনো কোনো আপস করেননি। তিনি নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তবুও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান সরকার চায় না জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। তারা জানে, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে।’
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমরা ফ্যাসিষ্ট হাসিনার সময় রাবার বুলেট, কাঁদানে গ্যাস, হামলা-মামলা নিয়ে ১৬টি বছর টিকে ছিলাম। আমরা যদি বর্তমান সরকারের সময় কর্মসূচি দেই তাহলে এই সরকারের কিছুই থাকবে না। আমরা চাই এই সরকার সল্প সময়ের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দিক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার রাজিব হাসান, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিলুল হক প্রমুখ।
 

কেকে/এএস




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশের পথে প্রধান উপদেষ্টা
পাটুরিয়ায় ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার
লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সর্বাধিক পঠিত

একাত্তরের ন্যায় ২৪ যোদ্ধারাও পাবে সকল সুবিধা: সেগুন
অন্তবর্তী সরকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন দিতে বাধ্য: সামসুদ্দিন ঝুনু
সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৭ জন গ্রেফতার
সোনাগাজীতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২: ফাইনাল মহারণ ৫ এপ্রিল

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close