শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫,
২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ      মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি      ডিসেম্বরে হতে পারে নির্বাচন: দুবাই সামিটে ড. ইউনূস      নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব: আলী রীয়াজ      আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তি থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী      ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: বিএনপি      শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ      
রাজনীতি
সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না: জামায়াত সেক্রেটারি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ পিএম আপডেট: ১৩.০২.২০২৫ ১:৩৫ পিএম  (ভিজিটর : ৬০)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসির সঙ্গে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, ইসিকে ২৩ দফা দাবি জানিয়েছি। বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার সচল করতে জনগণের সঙ্গে আমরাও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। 

সবার রাজনীতি করার অধিকার আছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর, তা বাতিল করা উচিত। 

তিনি বলেন, জামায়াত ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে জামায়াতের নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায়বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব।

এর আগে, এদিন সকাল ১০টার পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দীন ও সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন। 

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ জামায়াতে ইসলামী   জামায়াত সেক্রেটারি   জামায়াত ইসি বৈঠক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব সিফাত
সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
চবিতে শিক্ষকের ওপর হামলা, ১২ শিক্ষার্থী বহিষ্কার
ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ এনে ববি উপাচার্যের বাসভবনে তালা
তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

সর্বাধিক পঠিত

নানা প্রতিকূলতাকে ছাপিয়ে জাবি ভর্তি পরীক্ষায় ৪৬ বছর বয়সি তকু
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার
যৌন নিপীড়নের দ‌ায়ে বাকৃবি অধ্যাপককে চাকরি থেকে অপসারণ
পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
মিথ্যা চাদাবাজির মামলায় জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক হৃদয় হাসান

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝