ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর মিঠু হত্যায় তিনজনকে যাবজ্জীবন আটকাদেশ দিয়েছেন বরিশালের শিশু আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আদালতের বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিতরা হলো নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মাতুব্বরের ছেলে রেজাউল মাতুব্বর, একই এলাকার সেকেন্দার হাওলাদারের শাহিন হাওলাদার ও ফারুক সরদারের ছেলে রোজেন সরদার।
বিষয়টি নিশ্চিত করে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা খালেক খানের ছেলে এ.কে স্কুলের সপ্তম শ্রেণিল ছাত্র মিজানুর রহমান মিঠুর সঙ্গে তর্ক-বিতর্ক হয় আসামিদের। এর জেরে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি বিকালে মিঠু ক্রিকেট খেলে বাসার উদ্দেশে যাওয়ার পথে ভাটিখানা আবেদা বাগের সামনে পথ আটকে কুপিয়ে জখম করে। আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করে।
পরের দিন মিঠুর বাবা খালেক খান বাদী হয়ে নামধারী ১১ জন ও অজ্ঞাত ৭ জন সহ মোট ১৮ জনকে আসামি করে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেমায়েল কবির তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তিনজনকে যাবজ্জীবন আটকাদেশে দেয়। অপর চার আসামিকে খালাস প্রদান করে। দণ্ডিতদের মধ্যে রেজাউল মাতুব্বর পলাতক আছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী।
কেকে/এএস