ঝালকাঠির কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বুলডোজার দিয়ে অবৈধ এসব ইটভাটাগুলোর চুলা, চিমনি ও কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বড় কাঁঠালিয়া ও শৌলজালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে শৌলজালিয়া ইউনিয়ন এসএসবি ব্রিকস, এম সি ব্রিকস ও এম এম ব্রিকসকে অভিযান চালিয়ে প্রতি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও কেবিএফ ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকস বুলড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেয় অভিযান পরিচালনকারী টিম। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল ইসলাম।
এ ছাড়াও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমর্স পুলিশ, কাঁঠালিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস